রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২০ নভেম্বর, ২০২৩ ২:২৪ : অপরাহ্ণ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
আজ সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। আমরা অনেক আশা করেছিলাম যে, একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। দেশের মানুষ সেই নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারবে এবং সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে।’
জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘আমরা সেই নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া আরম্ভ করেছি। নির্বাচনে যাওয়ার জন্য যেসব প্রাথমিক কাজ, সেই কাজগুলোর সর্বশেষ হলো, দলের মনোনয়ন ফরম বিক্রি ও বাছাই। আমাদের বোর্ড সাক্ষাৎকার নেবে, প্রার্থী বাছাই করবে। তারপর প্রার্থীর চূড়ান্ত তালিকা দেবে।’
মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা আজকে এই নির্বাচনের প্রক্রিয়া আরম্ভ করেছি কিন্তু এটা আমাদের নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়। নির্বাচনে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হয়, আমরা করছি। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে কেন্দ্রে এসে, এ রকম আস্থা যাতে সৃষ্টি হয়-সংশ্লিষ্ট মহলকে আমরা সেই অনুরোধ করবো।’
জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘নির্বাচনে যাওয়ার জন্য যা করতে হয় তা আমরা করছি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। মহাজোটে নয়, এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।’