রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৮ নভেম্বর, ২০২৩ ৩:৩১ : অপরাহ্ণ
সরকারবিরোধী নানা ধরনের আন্দোলনের মাঝে এবার অভিনব এক আন্দোলনের ঘোষণা এসেছে। ২৫০ জন বাংলাদেশি আমেরিকান স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছেন। তারা চার্টার্ড ফ্লাইটে করে দেশে আসার ঘোষণা দিয়েছেন।
অভিনব এই আন্দোলনের কারিগর বাংলাদেশেরই বংশোদ্ভূত তার নাম জাহিদ খান। থাকেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বের অঙ্গরাজ্য ভার্জিনিয়ায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার একটি পোস্ট দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জাহিদ খান লিখেছেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদের পিছিয়ে থাকার কোন সুযোগ নেই। বাংলাদেশি আমেরিকান হিসাবে অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করবো। ইতিমধ্যে আমরা কয়েকজন মনস্থির করেছি। চার্টার্ড ফ্লাইটের জন্য আমাদের অন্তত ২৫০ জন প্রয়োজন।
ইতিমধ্যে জাহিদ খানের পোস্টটি ভাইরাল হয়ে যায়। আরও অনেক বাংলাদেশি আমেরিকান তার এমন উদ্যোগের সাথে একাত্মতা পোষণ করে মন্তব্য এবং পোস্ট করেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস নিবাসী রেজাউর রহমানও উক্ত উদ্যোগের সঙ্গে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন।
এমন সিদ্ধান্তের কারণ জানতে চাইলে যুক্তরাষ্ট্রে ‘কর্পোরেট জেট পাইলট’ হিসেবে কর্মরত রেজাউর রহমান বলেন, আমেরিকাতে অনেকদিন ধরে আছি। অসংখ্য আত্মীয়-স্বজন এখানে আছেন। আমেরিকার মতো গণতান্ত্রিক দেশে থেকে যখন বাংলাদেশে একনায়কতন্ত্র দেখি তখন সত্যি খুব খারাপ লাগে।
কেবল বাংলাদেশি আমেরিকানরাই নন, বাংলাদেশ থেকেও অনেকেই জাহিদ খানের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, তার সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।