রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা শিক্ষা

‘হীরার বাংলা’ গড়ে তোলার আহ্বান জানালেন সুফি মিজান


পিএইচপি ফ্যামিলির চেয়্যারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ নভেম্বর, ২০২৩ ১০:০৩ : অপরাহ্ণ

সোনার বাংলাকে ‘হীরার বাংলা’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও ইউআইটিএসের (ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস) চেয়্যারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

আজ সোমবার ইউআইটিএসের শরতকালীন নবীনবরণ-২০২৩ অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী সুফি মিজানুর রহমান বলেন, ‘তোমরা আমাদের কোমলমতি সন্তান। তোমরা জীবনের গভীরে অনেক বড় স্বপ্ন ধারণ করবে, লালন করবে। সমস্ত মানবিক গুণাবলিতে ভূষিত হয়ে জীবনকে সুন্দর করার চেষ্টা করবে। ৩০ লাখ শহীদের রক্তে, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আমাদের ধারণ করতে হবে। আমরা সকলেই মনে এই স্বপ্ন লালন করবো, যেন সোনার বাংলাকে আমরা হীরার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি।’

তিনি নবীন শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্নজীবনী’ পড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, ‘আমরা নিজ আগ্রহে, নিজ নেতৃত্বে পার্বত্য শান্তি চুক্তি করেছি। আমরা অন্য কারো সাহায্য নেইনি। আমদের ছিটমহল সমস্যা ছিলো আমরা প্রতিবেশির সাথে শান্তির পথে সেই সমস্যা সমাধান করেছি। বিশ্বব্যাংক বলেছিলো, পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। কিন্তু আমরা প্রমাণ করেছি, কোনো দুর্নীতি হয়নি। বিশ্বব্যাংক বলেছিলো টাকা দেবো না, আমরা বিনয়ের সাথে বলেছি বাঙালির ঘামে, শ্রমে, অর্থে আত্নমর্যাদার সেতু হবে। আমরা তা করেও দেখিয়েছি। নিজ নেতৃত্বে আমরা মন্দা দূর করেছি।এখন উদ্বৃত্ত খাদ্য উৎপাদনে আমরা আছি।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা যেখানে দাড়িয়ে আছি তার পেছনে রয়েছে ত্রিশ লাখ শহীদের রক্ত ঋণ। পঞ্চাশ বছর আগে আমাদের পূর্ব পুরুষরা ছিলো অধিকারহারা। স্বাধীনতাপূর্ব বাংলাদেশে আমরা নিপিড়িত ছিলাম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া একজন মানুষ তিনি ভেবেছিলেন এই অঞ্চলের মানুষের মুক্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন। বলিষ্ঠ পদক্ষেপ আর সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতিকে সেই মুক্তির স্বাদ দিয়েছেন বঙ্গবন্ধু।’

ইউআইটিএসের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইটিএসের বিজনেজ অনুষদের ডিন ড. ফারুক হোসেন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউআইটিএসের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।

‘হীরার বাংলা’ গড়ে তোলার আহ্বান জানালেন সুফি মিজান

অনুষ্ঠানে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় চার অনুষদের প্রথম হওয়া চার শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর