বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

সিইসির নেতৃত্বে বঙ্গভবনে ৪ কমিশনার


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৯ নভেম্বর, ২০২৩ ১২:১৯ : অপরাহ্ণ
বঙ্গভবন। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার বঙ্গভবনে গেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তারা বঙ্গভবনে পৌঁছান।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর কবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম গতকাল জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ইসি নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে ব্রিফ করবে। নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির কোনো পরামর্শ ও নির্দেশনা থাকলে কমিশন তা আমলে নেবে।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে আন্দোলনে রয়েছে। নির্বাচন কমিশন বলছে, এই দাবি পূরণের বিষয়টি তাদের এখতিয়ারের বাইরে। তাদের সাংবিধানিক দায়িত্ব হলো ভোটের আয়োজন করা।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ৩০ জানুয়ারি। বিধান অনুযায়ী এর আগে ৯০ দিনের মধ্যে ভোট হতে হবে। সেই হিসাবে গত ১ নভেম্বর থেকে নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে। এ মাসের মাঝামাঝি সময়ে ভোটের তপশিল ঘোষণা হতে পারে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর