শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

অবরোধে বাস চালানোর ঘোষণা দিলেও রাস্তায় গণপরিবহন কম


আজ রাজধানীতে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি অন্য দিনের তুলনায় কম চলছে। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৫ নভেম্বর, ২০২৩ ১:২১ : অপরাহ্ণ

দ্বিতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে সারাদেশে বাস চালানোর ঘোষণা দিয়েছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষণা দেন।

কিন্তু পরিবহন মালিক সমিতির এই ঘোষণার সঙ্গে বাস্তবতার মিল নেই।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ রোববার রাজধানীতে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি অন্য দিনের তুলনায় কম চলছে। বলতে গেলে সড়ক প্রায় ফাঁকা।

ঢাকার গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, আগারগাঁও, আসাদগেট, শ্যামলী, মিরপুর ও গাবতলী ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে যাত্রী নেই, চলছে না গাড়ির চাকা, অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা।

দূরপাল্লার বাসও বন্ধ রয়েছে। দু-একটি বাস চললেও যাত্রী মিলছে না।

পরিবহন শ্রমিকরা বলছেন, সকাল থেকে হাতেগোনা দু-একটি বাস ছেড়েছে। তবে যাত্রীর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

সায়েদাবাদে শ্যামলী পরিবহনের কাউন্টারের একজন প্রতিনিধি বলেন, আমাদের বরিশাল, গোপালগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফসহ বিভিন্ন রুটে গাড়ি রয়েছে। তবে আজ সকালে কোনো গাড়ি ছাড়া হয়নি। যাত্রীও তো নেই। অন্যসময় সকাল থেকে যাত্রীদের ভিড় থাকে, এখন তো সেটাও নেই। কিছু লোকাল বাস চলছে। বড় কোনো কোম্পানির বাস সেভাবে চলছে না।

এদিকে অবরোধ চলাকালে রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

অবরোধের প্রভাব পড়েছে রাজধানীর বিপণীবিতানগুলোতে। বেশিরভাগ শপিং মলেই অলস সময় পার করছেন বিক্রেতারা।

দেখা গেছে, রাজধানীর সবচেয়ে বড় বিপণীবিতান নিউ মার্কেটে সকাল থেকেই ক্রেতাশূন্য সময় পার করছেন ব্যবসায়ীরা। দোকান খুললেও কাঙ্খিত ক্রেতা না পাওয়ায় অলস সময় কাটাচ্ছেন তারা।

শুধু নিউমার্কেট নয়, আশপাশের অন্যান্য মার্কেটগুলোতেও অন্যসময়ের তুলনায় ক্রেতার সংখ্যা অনেক কম দেখা যায়।

মাসের শুরুতে এ ধরনের ক্রেতা শূন্যতা এবং দেশের অস্থিতিশীলতা পুরো মাসের আয়ের ওপর প্রভাব ফেলবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে দ্বিতীয় দফা দেশব্যাপী অবরোধ চলছে। আজ রোববার ও আগামীকাল সোমবার এ অবরোধ চলবে।

আরও পড়ুন: বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার নৌ-রেল-সড়কপথ অবরোধ শুরু

এর আগে প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তিনদিনের অবরোধ পালন করে বিএনপি। তার আগে ২৯ অক্টোবর দেশব্যাপী হরতাল পালন করে বিএনপি। গত কয়েকদিনের কর্মসূচিতে সারাদেশে বহু জায়গায় সংঘর্ষ হয়েছে এবং গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর