বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

যারা জোর করে ক্ষমতায় থাকতে চায়, তারাই সহিংসতা করেছে: খসরু


আদালতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩ নভেম্বর, ২০২৩ ৯:১১ : অপরাহ্ণ

২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনসহ বিভিন্ন স্থানে সহিংসতা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি নয়, যারা জোর করে ক্ষমতায় থাকতে চায়, তারাই সহিংসতা করেছে।’

তিনি বলেন, ‘যেখানে লক্ষ জনতার সমর্থন আছে, সেখানে আমরা কেন সহিংসতা করবো? যাদের জনসমর্থন নেই, জোর করে ক্ষমতায় থাকতে চায়, তারাই এ সহিংসতা করছে।’

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে রিমান্ড ও জামিন শুনানিতে তিনি এ কথা বলেন।

২৮ অক্টোবর রাজধানীর পল্টনে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ হত্যা মামলায় আজ আদালতে আমীর খসরু ও জহির উদ্দিন স্বপনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। পাশাপাশি তাদের জামিন আবেদনের শুনানিও হয়।

আইনজীবীদের শুনানি শেষ হওয়ার পর আমীর খসরু আদালতকে কিছু কথা বলতে চান। আদালত অনুমতি দেওয়ার পর তিনি বক্তব্য দেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী তখন বলেন, ‘এই সরকারের আমলে গায়েবি মামলার একটা প্রচলন হয়েছে। সহিংসতা বা নাশকতার কোনো ঘটনাই ঘটে না অথচ মামলা হয়।

সাবেক এই মন্ত্রী বলেন, ‘গায়েবি মামলা শব্দটি বিশ্বের কোনো দেশে ব্যবহৃত হয় না। গায়েবি মামলা ডিকশনারিতে নতুন শব্দ যোগ হয়েছে। অথচ বিরোধী দলের ৫০ লাখ মানুষ গায়েবি ও মিথ্যা মামলার শিকার।’

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষ যাতে ভোট দিতে না পারে, যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে, তাই এসব গায়েবি মামলা দেওয়া হয়েছে।’

পরে আদালত পুলিশ কনস্টেবল হত্যা মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে ৬ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন: আমীর খসরু ও স্বপন ৬ দিনের রিমান্ডে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর