শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

রোববার থেকে আবার ৪৮ ঘণ্টার অবরোধ দিলো বিএনপি



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২ নভেম্বর, ২০২৩ ৫:১৯ : অপরাহ্ণ

আবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

আজ বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়া আগামীকাল শুক্রবার চলমান আন্দোলনে নিহত সাংবাদিক, শ্রমিকসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশব্যাপী দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
তবে শনিবার কোনো কর্মসূচি নেই দলটির।

কর্মসূচি ঘোষণার সময় রুহুল কবির রিজভী বলেন, ‘যতই গ্রেফতার-হত্যা-নির্যাতন করুন না কেন, জনগণের মাঝে প্রতিবাদী শক্তি জেগে উঠছে। জনগণের বিজয় অনিবার্য।’

গ্রেপ্তার ও মামলার চিত্র তুলে ধরে বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব বলেন, ‘গতকাল (বুধবার) রাত থেরে আজ (বৃহস্পতিবার) দুপুর পর্যন্ত ২৭২ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মিথ্যা মামলা হয়েছে ১৬টি।’

গত তিনদিনের অবরোধ কর্মসূচি সফলের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানান রিজভী।

এর আগে গত রোববার সন্ধ্যায় হরতাল শেষে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। যা আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানী ঢাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশ পণ্ড ও নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পরদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর