রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ অক্টোবর, ২০২৩ ৫:২৯ : অপরাহ্ণ
রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম থেকে খাবার না খেয়েই ঢাকায় চলে এসেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নেত্রী (শেখ হাসিনা) চট্টগ্রামে ছিলেন। ওখানে খাবার না খেয়েই চলে এসেছেন, ঢাকায় কি হচ্ছে দেখার জন্য। আমরা কাল রাজপথে নামবো। পালানোর পথ পাবে না ওরা।’
উল্লেখ্য, আজ সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করতে যান প্রধানমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও চট্টগ্রামে গিয়েছিলেন।
ঢাকায় ফিরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেন ওবায়দুল কাদের।
আগামীকাল রোববার সারাদেশে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘হরতাল এখন ভোঁতা অস্ত্র। এ অস্ত্রে কোনো কাজ হবে না। আমরা শান্তি চাই। এজন্য সারা দেশে আগামীকাল শান্তি সমাবেশ করবো।’
আরও পড়ুন: কাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিলো বিএনপি
বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রায় রূপান্তরিত হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে, খেলা হবে? প্রস্তুত? ফখরুল-বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে? সেমি ফাইনালে আমরা গেছি। তারপরে ফাইনাল নির্বাচনে।’
বিএনপির উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘জবাব দিতে হবে-প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে। তাদের বিরুদ্ধে খেলা হবে৷ তাদের ছাড় দেওয়া হবে না।’