রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

আওয়ামী লীগও বায়তুল মোকাররমের গেটে সমাবেশ করতে অনড়



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৬ অক্টোবর, ২০২৩ ৫:২৮ : অপরাহ্ণ

স্বল্প সময়ের মধ্যে ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য শান্তি ও উন্নয়ন সমাবেশের ভেন্যু পরিবর্তন সম্ভব না বলে ঢাকা মেট্টোপলিটন পুলিশকে (ডিএমপি) জানিয়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাই পূর্ব নির্ধারিত বায়তুল মোকাররম দক্ষিণ গেইটেই সমাবেশ করার কথা জানিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার পল্টন থানার ওসি মো. সালাহউদ্দিন মিয়া বরাবর এক চিঠিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ এ কথা জানান।

এর আগে গতকাল বুধবার রিয়াজ উদ্দিনের কাছে বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য চেয়েছিল পুলিশ।

ডিএমপিকে দেওয়া চিঠিতে বলা হয়, স্থান সম্পর্কে বলা হয়, ২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এমতাবস্থায় স্বল্প সময়ের মধ্যে অন্য কোনো ভেন্যুতে নতুনভাবে সমাবেশের প্রস্তুতি গ্রহণ দুরুহ ব্যাপার।

চিঠিতে বলা হয়, সমাবেশে লোকসমাগম সকাল ১০টা থেকে শুরু হবে এবং সন্ধ্যা ৭টায় শেষ হবে। সমাবেশে প্রায় ২ লাখ লোক হবে। সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে পল্টন মোড়, জিপিও মোড়, শিক্ষা ভবন, গোলাপ শাহ মাজার, নতুন ভবন, নবাবপুর সড়ক, মহানগর নাট্যমঞ্চ, দৈনিক বাংলা মোড়, মতিঝিল সড়ক এবং স্টেডিয়াম পর্যন্ত বিস্তৃত হবে।

এদিকে, ২৮ অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়েরর সামনে মহাসমাবেশের বিষয়ে অনড় বিএনপি। পুলিশের দেওয়া চিঠির জবাবে দলটি বলেছে, ‘তারা নয়াপল্টনেই মহাসমাবেশ করবে। তাদের সকল প্রস্তুতি সম্পন্ন। অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব না।’

আরও পড়ুন: মহাসমাবেশ নয়াপল্টনেই করবো, ডিএমপিকে জানিয়ে দিলো বিএনপি

অন্যদিকে, একই দিনে শাপলা চত্বরে মহাসমাবেশ করার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান।

আরও পড়ুন: যেকোনো প্রকারে শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা জামায়াতের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর