শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

বিজয় সুনিশ্চিত, কোনো বাধাই আন্দোলন আটকাতে পারবে না: মির্জা ফখরুল


আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৪ অক্টোবর, ২০২৩ ৩:১৪ : অপরাহ্ণ

চলমান এক দফা আন্দোলনের বিজয় সুনিশ্চিত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির সমালোচনা করে তিনি বলেছেন, ‘একটা কথা পরিষ্কার করে বলতে চাই, কোনো বাধাই আন্দোলন আটকে রাখতে পারবে না।’

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আগামী ২৮ অক্টোবর নয়াপল্টনে সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়নি, পুলিশকে অবহিত করা হয়েছে। এক দফা আদায়ের লক্ষ্যে আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। এটা শুধু বিএনপির বিষয় নয়। এ কারণে আমরা এটাকে বলি আরেকটা স্বাধীনতার যুদ্ধ, মুক্তির যুদ্ধ। যে কারণে আমরা বলছি, এবারের লড়াই হচ্ছে মুক্তির সংগ্রাম।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ ভয়ভীতি, সভা-সমিতি যত কিছুই করুক, এবার বাংলাদেশের মানুষকে কোনো কিছু করেই তাদের দাবি আদায় থেকে আটকাতে পারবে না। গ্রেপ্তার করেন, মামলা করেন আর রাত্রিবেলা মামলা পরিচালনা করেন, কোনো কিছুই আটকে রাখতে পারবে না। এবারের আন্দোলনে জনগণের বিজয় হবে।’

ক্ষমতাসীনদের কর্মসূচি পালনের দিনে বিএনপির মহাসমাবেশ ঝুঁকিপূর্ণ কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, প্রতিটি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ। ওই ঝুঁকি নিয়ে চিন্তা করে লাভ নেই। মানুষ জেগে উঠেছে, দাবি আদায়ে মানুষ একটার পর একটা শান্তিপূর্ণ আন্দোলন করে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের এই কর্মসূচির মানে সম্পূর্ণভাবে শান্তির নামে অশান্তি সৃষ্টি করা।’

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘যেকোনো সন্ত্রাসের ঘটনায় নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। প্রথম থেকেই তারা সন্ত্রাস করে আসছে। তারা সন্ত্রাস করে টিকে আছে এবং টিকে থাকতে চায়। সন্ত্রাস করে ক্ষমতায় আসা এবং টিকে থাকা তাদের মজ্জাগত। এখনো তারা একই কাজ করছে। সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা বলছে নির্বাচন সুষ্ঠু হবে। এখন থেকেই তারা এমন অবস্থা তৈরি করেছে, যাতে নির্বাচনের পরিবেশ না থাকে এবং তাতে বিরোধী দল যাতে অংশ নিতে না পারে। ভোটাররা যাতে ভোট দিতে না যান তার ব্যবস্থা তারা করে ফেলেছে। আসন্ন নির্বাচনের নিয়ন্ত্রণ নিয়ে আবার তারা ক্ষমতায় আসবে-এই পরিকল্পনা তারা করে ফেলেছে।’

আনসারকে গ্রেপ্তার ও তল্লাশি করার ক্ষমতা দিয়ে সংসদে উত্থাপিত বিলের সমালোচনা করেন মির্জা ফখরুল বলেন, ‘বিষয়টি শুধু দুশ্চিন্তার নয়, আতঙ্কের। এখানে আনসারকে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হবে, যাদের বেসিক ট্রেনিং পর্যন্ত নেই। আনসার বাহিনীকে অনেকটাই আধুনিক করেছিলেন জিয়াউর রহমান। আর সেটিকে রাজনীতিকরণ করার চেষ্টা করেছে আওয়ামী লীগ।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর