শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেওয়ালে পোস্টার লাগালেন রিজভী


আজ সন্ধ্যায় রাজধানীর শান্তিনগর এলাকায় দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২২ অক্টোবর, ২০২৩ ৮:২১ : অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নিজ হাতে দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শান্তিনগর এলাকায় তিনি নিজ হাতে পোস্টার লাগান।

লাগানো পোস্টারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত লেখা আছে-‘মাদার অফ ডেমোক্রেসি’।

দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি করা হয়েছে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্বলিত ছবিতে লেখা হয়েছে-‘টেইক ব্যাক বাংলাদেশ’, ‘আমার ভোট আমি দিবো’, ‘মাদার অফ ডেমোক্রেসি’, বিএনপির প্রতীক সম্বলিত লেখা টেইক ব্যাক বাংলাদেশ।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি দাবিতে প্রায় শতাধিক বিক্ষোভ মিছিল করেছিলেন রুহুল কবির রিজভী। এমনকি তিনি খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের একটি ছোট কক্ষেই অবস্থান করতেন। একপর্যায়ে ২০২০ সালে মহামারি করোনা ভাইরাসের সময় খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে সরকারের নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হলে ৭৮৬ দিন পর নয়াপল্টন কার্যালয় ত্যাগ করেন রিজভী।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর