রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ অক্টোবর, ২০২৩ ৮:২৩ : অপরাহ্ণ
মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান জেল থেকে মুক্তি পেয়েছেন।
আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে তারা কেরাণীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান।
বিষয়টি নিশ্চত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ জানান, বিকাল ৫টার দিকে আদিলুর ও নাসিরের জামিন আদেশ কারাগারে পৌঁছায়। সন্ধ্যার দিকে কারাগার থেকে তারা মুক্তি পান।
বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আইসিটি আইনে করা মামলায় গত ১০ অক্টোবর আদিলুর ও নাসির হাইকোর্ট থেকে জামিন পান। বিচারপতি এমদাদুল হক আজাদের বেঞ্চ দুজনের জামিন মঞ্জুর করেন।
এর আগে ২৫ সেপ্টেম্বর দুই বছরের সশ্রম কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের পাশাপাশি জামিন চান তারা।
২০১৩ সালের ৫-৬ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এ মামলা করা হয়েছিল।
গত ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত মামলার রায় ঘোষণা করেন। রায়ে আদিলুর নাসিরকে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পরে ২৫ সেপ্টেম্বর আইনজীবীদের মাধ্যমে আদিলুর ও নাসির হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে আপিল আবেদন জমা দেন। আবেদনে নিম্ন আদালতের রায় বাতিল এবং অভিযোগ থেকে খালাস চাওয়া হয়।