রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২ অক্টোবর, ২০২৩ ৬:৫১ : অপরাহ্ণ
রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে খবর পাওয়া গেছে। ঢাকা ছাড়া রংপুর ও ময়মনসিংহে ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে।
গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভূটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।
মন্তব্য করুন