রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

অক্টোবরেই আ.লীগের পতন: আমীর খসরু


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩০ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৫৩ : অপরাহ্ণ
আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

অক্টোবর মাসেই আওয়ামী লীগের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে পথে চলছে তাতে তারা ধ্বংস হয়ে যাবে। অক্টোবরেই আওয়ামী লীগের পতন হবে।’

আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সর্বদলীয় ছাত্র ঐক্য নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হলে আগে কারাগারে যেতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আমীর খসরু বলেন, ‘প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করছেন। আওয়ামী লীগের অনেক নেতা রাজবন্দি থেকেও বিদেশে চিকিৎসা নিয়েছেন। আজ কেন খালেদা জিয়া নিতে পারবেন না? এতেই বোঝাই যাচ্ছে তাকে হত্যার ষড়যন্ত্র চলছে।’

আরও পড়ুন: বিদেশে চিকিৎসা নিতে হলে খালেদা জিয়াকে আবার জেলে যেতে হবে

সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রতিটি সেক্টর তারা (আওয়ামী লীগ) ধ্বংস করে ফেলছে। এখন দেশে শান্তি নেই। সব জায়গায় অরাজকতা চলছে।’

আমীর খসরু বলেন, ‘বিচার বিভাগের ওপর নিষেধাজ্ঞা এসেছে এটা লজ্জার। বিচার ব্যবস্থার উপর মানুষ আস্থা হারাচ্ছে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর