রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৯ সেপ্টেম্বর, ২০২৩ ৩:০১ : অপরাহ্ণ
পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর র্যালিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন ১৫০ জনের বেশি।
আজ শুক্রবার বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, জুমার নামাজ শেষে র্যালির জন্য জড়ো হন মুসল্লিরা। তখনই এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জাভেদ লেহরি বলেছেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি (যাচাই বিহীন) ছবিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর রক্তমাখা মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকের শরীরের বিভিন্ন অংশ উড়ে গেছে।
এখন পর্যন্ত কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে সন্ত্রাসী কোনো গোষ্ঠী এ হামলার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানসহ সমগ্র মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন্নবী বা হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। তবে কিছু কিছু গোষ্ঠী এটা হারাম মনে করে।