শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ওবায়দুল কাদেরের

‘আমার নির্বাচন আমি করবো, তুমি কে?’


আজ বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৫ সেপ্টেম্বর, ২০২৩ ৬:১৭ : অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমার গণতন্ত্র আমি করবো, আমার নির্বাচন আমি করবো, তুমি কে? সাত সমুদ্র তেরো নদীর পাড় থেকে আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা দেবে।’

আজ সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমেরিকার ভিসানীতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘এই ভিসানীতির তোয়াক্কা করি না। বার্তা দিয়ে দিচ্ছি, কারো নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না। বাংলাদেশ স্বাধীন করেছি কারো নিষেধাজ্ঞার পরোয়া করার জন্য নয়। রক্ত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে কারো নিষেধাজ্ঞা মানার জন্য নয়। কারো খবরদারিতে এ দেশের গণতন্ত্র চলবে না।’

আরও পড়ুন: বাংলাদেশিদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা শুরু

আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারকে ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এই আল্টিমেটাম প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তির জন্য ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেন কোন মুখে? বিএনপি তো তার মুক্তির জন্য ৩৬ মিনিটের একটি আন্দোলনও করতে পারেনি।’

বিএনপিকে পাল্টা ৩৬ দিনের আল্টিমেটাম দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাল দিলাম। এর মধ্যে ষড়যন্ত্র বন্ধ করতে হবে, সহিংসতা বন্ধ করতে হবে। এর মধ্যে বিএনপি সঠিক পথে না আসলে আমরা অপরাজনীতির কালো হাত ভেঙ্গে দিবো। তারা যদি অস্ত্র নিয়ে আসে, তাহলে ওই হাত ভেঙে দিতে হবে। যদি আগুন নিয়ে আসে, ওই হাত পুড়িয়ে দিতে হবে। যেমন কুকুর তেমন মুগুর।’

ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে, হবে খেলা। আগামী মাসে খেলা হবে। আর আসল খেলা বা ফাইনাল খেলা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। ফাইনাল খেলার জন্য প্রস্তুত থাকুন।’

যথা সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ দেশের জনগণ শেখ হাসিনা ছাড়া কাউকেই মেনে নেবে না। নির্বাচনে না এলে বিএনপি খেলার আগেই হেরে যাবে। আর নির্বাচন ছাড়া নাশকতা ও জনগণের অশান্তি করে ক্ষমতায় যাওয়ার সুযোগও আর পাবে না বিএনপি।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর