রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২১ সেপ্টেম্বর, ২০২৩ ৩:০৬ : অপরাহ্ণ
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ‘বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে চায় না; বরং নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সে বিষয়ে গুরুত্ব দেবে।’
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
পিটার হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র সারা বিশ্বে পাঁচটি লক্ষ্য নিয়ে কাজ করে। এর মধ্যে একটি হলো-অবাধ ও সুষ্ঠুভাবে যেকোনো দেশের জনগণ যেন তাদের নেতা নির্বাচন করতে পারেন তা নিশ্চিত করা।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এই নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো লক্ষ্য যুক্তরাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের জনগণকে অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা। এর মাধ্যমে জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারবেন। নির্বাচনে গণমাধ্যম যাতে ভয়ডরহীনভাবে কাজ করতে পারে, সেদিকও খেয়াল রাখতে হবে।’
পিটার হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র কখনও অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না। মানবাধিকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক কর্মসূচি বাস্তবায়নই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।’