রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

প্রধানমন্ত্রীর ভালো নির্বাচনের কথা শুনে ঘোড়াও হাসে: ফখরুল


আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৪১ : অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভালো নির্বাচনের’ কথা শুনে ঘোড়াও হাসে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এই বছরে বাংলাদেশে শ্রেষ্ঠ কৌতুক কোনটা? প্রধানমন্ত্রী বলেছেন যে, আমি এতো ভালো ভালো নির্বাচন করি, আর দেশে বিদেশে প্রশ্ন করে নির্বাচন ভালো হয় না। উনি নাকি ভালো ভালো নির্বাচন করেন। এই বছরে এটাই হচ্ছে শ্রেষ্ঠ কৌতুক। শেখ হাসিনা ভালো নির্বাচন করেন। এই কথা ঘোড়াও বিশ্বাস করে? ঘোড়া শুনলেও হাসে।’

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে হাজারো নেতা-কর্মীর ঢল নামে।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি ও ‘একদফা’ দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের আগেই ডিসি, এসপি এবং ইউএনও তাদের মতো করে সাজাচ্ছে। আর নির্দেশ দিয়ে দিয়েছে যে, যেভাবে পারো এবং যতো পারো বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলা দাও। তাদেরকে কারাগারে নাও। অনেক নেতা আছেন যাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে।’

নেতা-কর্মীদের সাজা ও মামলার চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের তারিখ যতো ঘনিয়ে আসছে ততই তারা (সরকার) বিভিন্ন অজুহাতে সারাদেশে গণতান্ত্রিক কর্মী এবং বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা ও মামলা দিয়ে আটক করে রাখছে। কারণ কি? কারণ একটাই যে, সামনে নির্বাচন। নির্বাচন থেকে সমস্ত বিরোধী দলকে দূরে সরিয়ে রাখতে হবে। নিরপেক্ষ সরকারের যে আন্দোলন, সেই আন্দোলনে যাতে বিরোধী দলের নেতারা অংশ নিতে না পারেন-সেই কারণে তাদেরকে আটক করে রাখতে হবে।’

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকারের প্রতিনিধিদের বৈঠকের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘‘উনাদের বলেছেন-‘ভোট করতে হবে। নির্বাচন হবে। আপনারা সবাইকে ভোটকেন্দ্রে আসার জন্য ভোটারদের অনুপ্রাণিত করবেন।’’

প্রধানমন্ত্রীর ভালো নির্বাচনের কথা শুনে ঘোড়াও হাসে: ফখরুল

তরুণদেরকে জেগে উঠার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু এখানে স্লোগান দিলে হবে না। সামনে বেরিয়ে আসতে হবে। মামলা, গুলি এবং আক্রমণ সবকিছুকে সামনে নিয়ে দেশকে বাঁচাতে চাইলে আমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। আজকে ডাক এসেছে। দেশের কাছ থেকে, সাধারণ মানুষ, খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছ থেকে ডাক এসেছে। আর কালবিলম্ব না। এখনই সময় আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। ভয়াবহ এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।’

নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এই গণতন্ত্র দিবসে আমাদের শপথ হচ্ছে, যে কোন মূল্যে আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাবো না। নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া কোন নির্বাচন হবে না।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদির ভুইয়া জুয়েল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর