শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ ঢাকায়, লাল গালিচায় বরণ


বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১০ সেপ্টেম্বর, ২০২৩ ৯:১১ : অপরাহ্ণ

জি-২০ শীর্ষ সম্মেলন শেষ করে নয়াদিল্লি থেকে দু’দিনের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

আজ রোববার রাত ৮টা ২০ মিনিটের দিকে ফ্রান্স এয়ারের একটি বিশেষ ফ্লাইটে চড়ে নয়াদিল্লি থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরের টারমার্কে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। লাল গালিচায় বন্ধুপ্রতীম রাষ্ট্র ফ্রান্সের প্রেসিডেন্টকে বরণ করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন।

ফ্রান্স প্রেসিডেন্টকে বরণের জন্যই প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফর সংক্ষিপ্ত করে সন্ধ্যার আগে দেশে ফিরেন। জি-২০ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সদস্য রাষ্ট্র হিসাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন জি-২০ সম্মেলনে যোগ দিয়েছিলেন।

এমানুয়েল মাখোঁ বাংলাদেশে ১৯ ঘণ্টা অবস্থান করবেন।

সরকারি সূত্র জানিয়েছে, বাংলাদেশে স্যাটেলাইট কারখানা তৈরির প্রস্তাব দিয়েছে ফ্রান্স। দেশটির রাষ্ট্রপ্রধানের সফরে এ সংক্রান্ত একাধিক চুক্তি বা সমঝোতা স্মারক সই হতে পারে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেখ হাসিনার সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের ভোজসভায় যোগ দেবেন মাখোঁ। এরপরই রাত ১০টার দিকে তিনি ধানমন্ডি লেক ও ব্রিজ ঘুরে দেখবেন।

এরপর তিনি যাবেন বাংলাদেশের লোকজ সংস্কৃতির ধারক জলের গান ব্যান্ডের লিড ভোকালিস্ট রাহুল আনন্দের ওয়ার্কশপে। সেখানে শুনবেন রাহুল আনন্দের গান। পরে তিনি হোটেলে ফিরে যাবেন।

পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন ফরাসি প্রেসিডেন্ট। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দর্শনার্থী বইয়ে তিনি স্বাক্ষর করবেন।

পরে সকাল সোয়া ১০টার দিকে যাবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এ সময় কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর হবে। সবশেষে দুদেশের একটি যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হতে পারে। এরপর আধাঘণ্টা একান্তে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরাসি প্রেসিডেন্ট। এ ছাড়া দুপুর ১২টার দিকে ঢাকায় ফ্রান্স দূতাবাসে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। সফর শেষে দুপুর ২টা ৩০মিনিটে ঢাকা ছাড়বেন তিনি।

৩৩ বছর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর