রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১০ সেপ্টেম্বর, ২০২৩ ৬:২৪ : অপরাহ্ণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিয়েছেন ২৫ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। এদের মধ্যে ১৯ জনই সেনাবাহিনীর সদস্য। অবশিষ্ট ছয়জনের মধ্যে চারজন বিমান বাহিনীর এবং দুজন নৌবাহিনীর সদস্য।
আজ রোববার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সেনাবাহিনী থেকে যেসব কর্মকর্তা যোগ দিয়েছেন-ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফট্যানান্ট কর্নেল (অব.) নওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) জাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান, ক্যাপ্টেন (অব.) খান শোয়েব আমানউল্লাহ এবং লেফটেন্যান্ট (অব.) ইমরান।
নৌ বাহিনী থেকে যারা যোগ দিয়েছেন-রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান ও কমোডর (অব.) মোস্তফা সহিদ।
বিমান বাহিনী থেকে যারা যোগ দিয়েছেন-এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান ও স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম।
আরও পড়ুন: বাইডেনের সেলফি প্রিন্ট করে গলায় ঝুলিয়ে ঘুরে বেড়ান, কাদেরকে ফখরুল