রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

দেশে ফিরে যা বললেন মির্জা ফখরুল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৩৩ : অপরাহ্ণ
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

চিকিৎসা শেষে এক সপ্তাহ পর দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘প্রায় সাড়ে ৪ ঘণ্টা ফ্লাই করে এসেছি। এসে সরকারের যত রকম হয়রানি করার কৌশল আছে, এখানেও সেটা হয়েছে। সবাইকেই করতে হয়। আমরা যারা বিরোধী দল করি, আমাদেরকে যাওয়ার সময় ইমিগ্রেশনে হয়রানি করে। আবার আসার সময়ও হয়রানি। এটা মনে হয় জীবনের অংশ হয়ে গেছে। আমি চিকিৎসার জন্য গিয়েছিলাম, তারপরও এগুলো আমাদেরকে ফেস করতে হয়।’

সিঙ্গাপুরে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নুর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। আর রুচিতে বাধে। মনে হয় এখানে একটা সমাজ তৈরি করে ফেলেছে এই সরকার। যে জগতের নোংরামি ছাড়া কিছু নেই। এটা খুব দুঃখজনক ব্যাপার। যখন আমাদের মতো রাজনীতিবিদ রাজনীতি করি, আমরা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলাম, এখন গণতন্ত্র সংগ্রামের সঙ্গে আছি। আমাদেরকে নিয়ে জড়িয়েও এসমস্ত নোংরা কথা-বার্তা ছড়ায় এবং মিডিয়াতেও ছড়ায়। যেটা মনে করি যে, উত্তর দেয়াটাও আমার জন্য লজ্জাকর ব্যাপার।’

চিকিৎসার জন্য গত ২৪ আগস্ট সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব। তার সঙ্গে স্ত্রীর রাহাত আরা বেগমও ছিলেন। সেখানে দুজনেরই চিকিৎসা হয়।

তার স্ত্রী রাহাত আরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা নিয়েছেন।

৭৬ বছর বয়সী বিএনপি মহাসচিব এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ফখরুলের ঘাড়ের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন তিনি। এর পর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর