সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

ডিএমপির উধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক


আজ সকালে ডিএমপির উধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩০ আগস্ট, ২০২৩ ৩:১৯ : অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তর ঘুরে গেছেন।

আজ বুধবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন এবং উধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, পিটার হাস ডিএমপির নীতি-নির্ধারণী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও সাক্ষাৎ করতে বুধবার সকালে ডিএমপি সদরদপ্তরে আসেন। এসময় সাম্প্রতিক জঙ্গি অভিযান, গ্রেপ্তার, আইনশৃঙ্খলা, রাজনীতিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদসহ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর