রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ আগস্ট, ২০২৩ ২:৩৩ : অপরাহ্ণ
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের পাওনা মুনাফার অর্থ না দেওয়ার অভিযোগ এনে শ্রম আদালতে ১৮ জন শ্রমিক একটি মামলা করেছেন।
আজ রোববার সকালে ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা দায়ের করা হয়।
শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) বেগম শেখ মেরিনা সুলতানা মামলাগুলো গ্রহণ করে আগামী ১৬ অক্টোবরের মধ্যে ড. ইউনূসকে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।
ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। ওই মামলাটি বিচারাধীন।