রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৭ আগস্ট, ২০২৩ ৩:১৯ : অপরাহ্ণ
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের দেড় ঘন্টা বৈঠক হয়েছে।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সারাহ কুক বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে; যাতে বাংলাদেশের নাগরিকরা তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে।’
ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বেশকিছু বিষয় নিয়ে আরোচনা হয়েছে। ভোটের সময় গণমাধ্যম, সুশীল সমাজ ও পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেছি। যুক্তরাজ্য বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে গুরুত্ব দেয়। এই নির্বাচনে যুক্তরাজ্য সেটি প্রত্যাশা করে।’
বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘বিভিন্ন বিষয় আলাপচারিতার মধ্যে নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছে। উনি (সারাহ কুক) জানতে চেয়েছিলেন, আমাদের প্রস্তুতি কেমন। আমরা বলেছি, নির্বাচন সম্পর্কে আশাবাদী। সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘উনি (সরাহ কুক) অতিরিক্ত যেটা বলেছেন নির্বাচনটা যেন পার্টিসিপেটরী (অংশগ্রহণমূলক) এবং ক্রেডিবেল (বিশ্বাসযোগ্য) হয়। আমরা আমাদের পক্ষ থেকে কী ভূমিকা পালন করবো?’
বৈঠকে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।