রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ১৯ আগস্ট ২০২৩, ১:৫২ অপরাহ্ণ
আঞ্চলিক রাজনীতির বিষয়ে এই ভূখণ্ডে ভারত ও আমেরিকার অভিন্ন স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘ভারত আমেরিকাকে কিছু বললে তারা তাদের স্বার্থে বলেছে। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ নয়।’
আজ শনিবার রাজধানীর ধানমন্ডি রবীন্দ্রসরোবর ডেঙ্গু সচেতনতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক উপকমিটি এই কর্মসূচির আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের কথা বলেন, তাহলে ৭১ সালে কী হয়েছিল? সেটা কি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়?’
সড়ক পরিব্হন ও সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ-এমন কোনো মন্তব্য ভারত থেকে পাইনি। আমাদের ক্ষমতায় বসাবে জনগণ বরং বিএনপি তাকিয়ে আছে বিদেশিদের দিকে।’
আরও পড়ুন: ভারতকে যে বার্তা দিলেন মির্জা ফখরুল
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তাকিয়ে আছে আমেরিকার দিকে-কখন নিষেধাজ্ঞা, ভিসা নীতি দেবে এই আশায়। তাকাতে তাকাতে চোখের পাওয়ার কমে গেছে। এখন আর কিছু দেখতে পায় না। আর আওয়ামী লীগ তাকিয়ে আছে দেশের জনগণের দিকে।’
আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই দাবি করে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা পালাবো না, আওয়ামী লীগ পালায় না। পালিয়ে গেছে তারেক।বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ২০ বছরের দণ্ডিত আসামি। তিনি কাপুরুষোচিত রাজনীতি করছেন, তাই তার নেতৃত্বে কোনো আন্দোলনে সফল হবে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘মানুষের জীবন ডেঙ্গুর হাতে যেমন নিরাপদ নয়, তেমনি বাংলাদেশও বিএনপির হাতে নিরাপদ নয়। আজকে দেশের প্রধান দুই অভিন্ন শত্রু ডেঙ্গুর মতো ভয়ংকর বিএনপিকেও প্রতিরোধ করতে হবে।’