সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয় পার্টি

পিটার হাসের কাছে জানতে চাইলো জাতীয় পার্টি

যুক্তরাষ্ট্র আর কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে কিনা?


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ আগস্ট, ২০২৩ ৬:২৪ : অপরাহ্ণ
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।
Rajnitisangbad Facebook Page

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

আজ সোমবার বেলা তিনটার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলার গুলশানের বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন মাসরুর মাওলা।

মাসরুর মাওলা বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে আসছে। নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কী ভাবছে রাষ্ট্রদূত তা জানতে চেয়েছেন। আমরা বলেছি, নির্বাচন নিয়ে জাতীয় পার্টি চিন্তা ভাবনা করছে। এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আপাতত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা রয়েছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানিয়েছেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে তার দেশ কাজ করছে। সবাই যাতে ভোট দিতে পারে সেই পরিবেশে নির্বাচন হওয়া উচিত।

মাসরুর মাওলা বলেন, ‘‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর আর কোনো স্যাংশন (নিষেধাজ্ঞা) দিচ্ছে কিনা এমন প্রশ্নও ছিল পিটার হাসের প্রতি। জবাবে তিনি বলেছেন, ‘এটি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট নির্ধারণ করে। এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলা যাবে না।’’

জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত জানান, জাতীয় পার্টি আলাপ-আলোচনা ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। এ বিষয়টি আমরা রাষ্ট্রদূতকে বলেছি।

আরও পড়ুন: জাতীয় নির্বাচনে সর্বদলীয় সরকার গঠন করতে রাষ্ট্রপতির কাছে আবেদন

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর