রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১২ আগস্ট, ২০২৩ ১১:০৩ : অপরাহ্ণ
বিরোধী দলগুলো থেকে টেকনোক্র্যাট মন্ত্রিত্বের ‘প্রস্তাব’ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু। কেউ যদি নির্বাচনকালীন সরকারে আসতে চায় তবেই সে সুযোগ মিলবে।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাম্যবাদী দল আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
আমির হোসেন আমু বলেন, ‘সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। ১৪ দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনকালীন সরকারে যদি কেউ আসতে চায় আমরা টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শতকরা যতজন পাই, দিতে পারি। সুতরাং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে কোনো কার্পণ্যতা নেই। তবে সংবিধান মেনে চলতে হবে। কথায় কথায় সংবিধান পরিবর্তনের কথা মেনে নেয়া হবে না।’
বিএনপির উদ্দেশে ১৪ দলের এ সমন্বয়ক বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের জন্য যখন আওয়ামী লীগ আন্দোলন করে তখন বিএনপি’র নেত্রী বেগম খালেদা জিয়া উত্তর দেন- এই দেশে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তাই তত্ত্বাবধায়ক সরকার হবে না। আজকে তাদের কাছে জিজ্ঞাসা করতে হয়, তারা কোন কোন পাগল আর শিশু ঠিক করেছেন এই তত্ত্বাবধায়ক সরকার করার জন্য?’
বিএনপিকে ইতিহাস স্মরণ করিয়ে আমির হোসেন আমু বলেন, ‘আমাদের আন্দোলনে বাধ্য হয়ে বিএনপি নিজের মতো করে একটি তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠন করলো। সেই নির্বাচনে বিএনপি দেখলো জনগণ আর তাদের সঙ্গে নেই। তখন থেকেই তারা সিদ্ধান্ত নিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে আর নির্বাচন করে লাভ নেই। করা যাবে না। তখন থেকে তারা নির্বাচন বয়কটের প্রক্রিয়া শুরু করলেন। এখন সেই বয়কট নিয়েই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে।’
আরও পড়ুন: কী অপরাধে সরকারকে পদত্যাগ করতে হবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
বিএনপির উদ্দেশ্য সম্পর্কে ১৪ দলের এ সমন্বয়ক বলেন, ‘তাদের মূল লক্ষ্য হলো ৩০ লাখ শহীদের রক্তের আদলে লেখা সংবিধান পরিবর্তন করা। এই সংবিধানকে পাকিস্তানে নিয়ে যাওয়া। তাই তারা সাংবিধানিক ভিত্তিতে নির্বাচন মানতে রাজি নয়। সাংবিধানিক ধারা বজায় রাখতে তারা রাজি নয়।’
বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গণআজাদী লীগ নেতা এসকে সিকদারসহ ১৪ দলের নেতৃবৃন্দ।