রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১১ আগস্ট, ২০২৩ ৫:১৯ : অপরাহ্ণ
সরকারের পদত্যাগের এক দফা দাবির আওয়াজ দেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন পর্যন্ত পৌঁছানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এবারের লড়াই হচ্ছে জীবন-মরণের। কোনো ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবা না। নতুন যুদ্ধে নতুন লড়াই শুরু করেছি। মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই, তোমাদের দিন শেষ। মানে পদত্যাগ করো।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বাড্ডায় বিএনপির গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এই গণমিছিলে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।
মির্জা ফখরুল বলেন, ‘গত দুটি নির্বাচনে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেছে। তবে এবার জনগণ সেই সুযোগ আর দেবে না। এবার আর ভোটের নামে কোনো খেলা খেলতে দেয়া হবে না। এজন্য সরকারকে মানে মানে সরে না গেলে রাজপথেই সরকার পতন ঘটানো হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বিচার বিভাগকে ব্যবহার করে বিএনপি নেতা-কর্মীদের জেল দেওয়া হচ্ছে। যতই কারাগারে ঢুকাও, যতই গুলি করো, যতই নির্যাতন করো, যতই লাঠিচার্জ করো, যতই টিয়ারগ্যাস মারো, এইবার অধিকার আদায় না করে মানুষ ঘরে ফিরবে না।’
বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সংসদ ভেঙে পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন কমিশন গঠন করে তাদের অধীনে নির্বাচন দিতে হবে।’
নতুন দুটি রাজনৈতিকদল-জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টিকে (বিএসপি) নিবন্ধন দিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।
এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘কেউ এ দুই দলকে চেনে না। এদের দিয়ে সরকার নির্বাচন-নির্বাচন খেলা খেলতে চায়। এবার এ খেলা খেলতে দেওয়া হবে না।’
নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাস্তায় থাকতে পারবেন? শেখ হাসিনার পতন পর্যন্ত থাকতে পারবেন? দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে। সমগ্র বাংলাদেশ আজ প্রস্তুত। স্বৈরাচারের হৃৎকম্পন শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে জয়ের পথে চলতে হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।