সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

এক দফা দাবিতে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৯ আগস্ট, ২০২৩ ২:০৬ : অপরাহ্ণ

সরকার পতনের এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১১ আগস্ট রাজধানীতে গণমিছিল করবে দলটি।

ওই দিন জুমার নামাজের পর ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকরাও এ কর্মসূচি পালন করবে।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, ‘এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি। যা বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা সব দল ও জোট পালন করবে। আশা করি, সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না। বাধা দিলে তার দায় সরকারকে নিতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে আওয়ামী লীগকে প্রতিহত করা, এটা এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ জানে দেশে যদি একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন হয়, যেখানে বিরোধী দল অংশ নিতে পারে, জনগণ ভোট দিতে পারে, তাহলে তারা সেখানে নিশ্চিহ্ন হয়ে যাবে।’

সর্বশেষ গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপিসহ বিরোধী দলগুলো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর