রাজনীতি সংবাদ প্রতিনিধি, রংপুর প্রকাশের সময় :২ আগস্ট, ২০২৩ ৬:৩১ : অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশের মানুষের ভাগ্য বদলাতে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে বাবার মতোই জীবন দিতেও প্রস্তুত আছি। আমি আপনাদের এ কথাটাও জানিয়ে দিয়ে যেতে চাই।’
আজ বুধবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে অংশগ্রহণকারী নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমি আপনাদের ভালোবাসা নিয়েই আছি। আমিও আপনাদের মন থেকে ভালোবাসি। একজন মানুষ তার আপনজনকে হারানোর শোক সইতে পারে না। আর আমি একইদিনে পরিবারের সবাইকে হারিয়েছি। বাংলাদেশের মানুষই আমার সংসার। দেশের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে বাবার মতো রক্ত দিতেও আমি প্রস্তুত।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ এখন শান্তিতে ভোট দিতে পারে। শান্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা আমরা করেছি, ভোটার তালিকা করেছি, স্বচ্ছ ভোট বাক্স করেছি।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিলে উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন হয়। একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় আসলেই মানুষের উন্নতি হয়। কাজেই নৌকায় ভোট দিয়ে আবারও আমাদেরকে কাজের সুযোগ করে দেবেন সেই আশাবাদ ব্যক্ত করছি।’
শেখ হাসিনা বলেন, ‘অনেকেই তো ক্ষমতায় ছিল, এই রংপুরের ভাগ্য পরিবর্তনে কেউ কাজ করে নাই। ওই খালি নৌকা মার্কা ক্ষমতায় আসলেই কাজ হয়। নৌকা মার্কা ছাড়া হয় না। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে দারিদ্র্য বিমোচন হচ্ছে, আজকে হতদরিদ্র বলে নেই; মাত্র ৫ শতাংশ। আল্লাহর রহমতে সেটুকুও থাকবে না। কোনো মানুষ হতদরিদ্র থাকবে না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ২০৪১ সালে মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত দেশ রেখে যাবো।’
প্রধানমন্ত্রী তার বক্তৃতা শেষে বলেন,‘রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই। আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই।’
রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের।