মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

ওমানে বাংলাদেশের নারী এমপি সনি আটক, মুচলেকায় মুক্ত


চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২ আগস্ট ২০২৩, ৭:১৭ অপরাহ্ণ

ওমানে রাজনৈতিক মিটিং করতে গিয়ে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সফরসঙ্গীসহ আটক হয়েছেন চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের এমপি খাদিজাতুল আনোয়ার সনি।

গতকাল মঙ্গলবার রাতে ওমানের রাজধানীতে হাফ্ফা হাউজ মাস্কাট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন তিনি। থ্রিস্টার মানের ওই হোটেলে তার থাকার কথা ছিল, কিন্তু মিটিং করার কোনো অনুমতি ছিল না। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন ঘটনাটি শুনেছেন বলে জানালেও তিনি বিস্তারিত অবহিত নন বলে দাবি করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওমানে পুলিশি বাধায় নারী এমপির মিটিং ভুন্ডুল হওয়ার তথ্য পেয়েছেন বলে স্বীকার করেছেন।

তার দাবি, অনুমতি না নিয়ে এমপি বৈঠকে বসেছিলেন, পুলিশ এসে সেটি বন্ধ করে দিয়েছে। আটক বা পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি বিস্তারিত জানেন না বলে দাবি করেন।

উল্লেখ্য, খাদিজাতুল আনোয়ার সনি চট্টগ্রামের ফটিকছড়ির প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে।

সূত্র: মানবজমিন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর