শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা রাজধানী

ঢাকার প্রবেশমুখে সংঘর্ষ

১১ মামলায় বিএনপির ৫৪৯ নেতা-কর্মী আসামি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩০ জুলাই, ২০২৩ ২:২৮ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ঢাকার চার প্রবেশমুখে বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১১টি মামলা হয়েছে। ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো করেছে।

এসব মামলায় এজাহার নামীয় আসামির সংখ্যা ৪৬৯ জন। আসামিদের সবাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। এসব মামলায় আরও ৮০ জন নেতা-কর্মীকে অজ্ঞাতনামা হিসাবে আসামি করা হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি।

আরও পড়ুন: বাসে আগুন লাগালো কারা?

ডিএমপি জানায়, সংঘর্ষের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় ২টি মামলায় এজাহারনামীয় আসামির সংখ্যা ৩১ জন, উত্তরা পূর্ব থানায় ৩টি মামলায় আসামি ১০০ জন, কদমতলী থানায় ১টি মামলায় আসামি ৭০ জন, যাত্রাবাড়ী থানায় ২টি মামলায় আসামি ২১৮ জন, সূত্রাপুর থানায় ১টি মামলায় ২৫ জন , বিমানবন্দর থানায় ১টি মামলায় ৮০ জন, বংশাল থানায় ১টি মামলায় ২৫ জনকে আসামি করা হয়েছে। বাকি আসামিদের অজ্ঞাত হিসাবে উল্লেখ করা হয়েছে।

১১ মামলার মধ্যে ১০টি পুলিশের ওপর হামলা ও ১ টি বাস পুড়ানোর অভিযোগ আনা হয়েছে। এছাড়া আরও ৩টি মামলা প্রক্রিয়াধীন আছে। এসব সংঘর্ষের ঘটনায় ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: 

গয়েশ্বরকে বেধড়ক পেটালো পুলিশ

নেতা-কর্মীদের বিভ্রান্ত করার জন্য এই নাটক: আমান

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর