সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

আহত ২, আটক ২১

চট্টগ্রামে জামায়াতের মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষ


আজ জুমার নামাযের পর চট্টগ্রামের চৌমুহনী মোড়ে মিছিল করার সময় জামায়াতের ২১ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২৮ জুলাই, ২০২৩ ৬:৩৮ : অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে জামায়াতে ইসলামীর মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংগঠনটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের একটি ভ্যানসহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়। মিছিল থেকে ছোঁড়া ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে জামায়াত-শিবিরের ২১ জনকে নেতা-কর্মীকে আটক করেছে।

আজ শুক্রবার জুমার নামাযের পর নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ সদস্য হলেন-ডবলমুরিং থানার সিনিয়র সহকারী কমিশনার মুকুল চাকমা ও কনস্টেবল মো. মুসা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে আগ্রাবাদ থেকে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করে। মিছিলটি চৌমুহনী এলাকায় এলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা ইট-পাটকেল ছুড়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশের একটি গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

চট্টগ্রাম নগর পুলিশের (পশ্চিম জোন) উপকমিশনার মো. জসিম উদ্দিন বলেন, ‘জামায়াত-শিবিরের হামলায় ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মুকুল চাকমাসহ আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসি মুকুল চাকমার গাড়িটি ভাঙচুর করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ২১ জন জামায়াত শিবিরের কর্মীকে আটক করা হয়েছে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর