শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা রাজধানী

ঢাকার প্রবেশমুখে কাউকে অবস্থান নিতে দেবো না: ডিএমপি কমিশনার


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ জুলাই, ২০২৩ ১০:৩৫ : অপরাহ্ণ
ডিমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক
Rajnitisangbad Facebook Page

রাজধানীর কোনো প্রবেশমুখে কাউকে অবস্থান কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ শুক্রবার রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা কাউকে রাস্তা আটকাতে দেব না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।’

গোলাম ফারুক বলেন, ‘জনদুর্ভোগ হবে এমন কোনো কর্মসূচি কাউকে করতে দেওয়া যাবে না। প্রবেশমুখে অবস্থান নিলে ব্যাপক জনদুর্ভোগ হবে।’

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘মানববন্ধনের মতো কর্মসূচি হলেও প্রবেশ পথ সামান্য সময় আটকা থাকলে অনেক গাড়ির জটলা তৈরি হয়। এর ব্যত্যয় হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: কাল ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি দিলো বিএনপি

এর আগে আজ নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে সরকার পতনের এক দফা দাবি আদায়ে রাজধানীর সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশের পর ঢাকার সব প্রবেশমুখে শান্তি সমাবেশের ডাক দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও যুবলীগ।

আরও পড়ুন: আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেবো, বিএনপিকে কাদের

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর