রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৫ জুলাই, ২০২৩ ২:২৮ : অপরাহ্ণ
পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ নিবন্ধন না দেওয়ার প্রতিবাদে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি ছিল নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের।
কিন্তু আগারগাঁওয়ে ইসি কার্যালয় ঘেরাও করতে মিছিল নিয়ে যাওয়ার পথে বাংলামোটরে পুলিশ তাদের আটকে দেন। পরে সেখানে অবস্থান নেন নুরুল হক নুরসহ দলের নেতা-কর্মীরা।
এরআগে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে রওনা দেন নেতা-কর্মীরা।
মিছিলটি পল্টন, জিরো পয়েন্ট, মৎস্যভবন, শাহবাগ হয়ে বাংলামোটর মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়।
পুলিশের বাধায় বাংলামোটর মোড়ে সড়কে অবস্থান নিয়েছেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।
এসময় নুরুল হক নুর বলেন, আপনারা যারা নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করতে এসেছেন তারা এখানে বসে পড়েন।
গত ১৭ই জুলাই জাতীয় প্রেসক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন নিবন্ধন না পাওয়া দলগুলোর নেতারা।