শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ | ২৪ কার্তিক, ১৪৩১ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

তার মুখে এতো বিষ ভাবতেও অবাক লাগে, ফখরুলকে কাদের


আজ দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিনিধি, প্রকাশের সময় :২৩ জুলাই, ২০২৩ ৩:৩৩ : অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল সজ্জন কিন্তু কথাবার্তায় বেসামাল। আমার বাবাও শিক্ষক ছিলেন, মির্জা ফখরুল কলেজের শিক্ষক, এতো মিথ্যা কথা বলতে পারেন, এতো গালিগালাজ করতে পারেন! তার মুখে এতো বিষ ভাবতেও অবাক লাগে। দেখে মনে হয়, একজন পাকা সাচ্চা ভদ্রলোক, আর কথা যখন বলেন, তখন মনে হয় একজন প্যাথলজিক্যাল লায়ার (কারণ ছাড়া মিথ্যা বলার মানসিক রোগ)।’

আজ রোববার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুলকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘এ মিথ্যাবাদী এখন বলে, তত্ত্বাবধায়ক সরকার আসলে নাকি আওয়ামী লীগ দশটি আসনও পাবে না। ২০০৮ সালে এই ফখরুল ও তার নেত্রী আওয়ামী লীগকে মাত্র ত্রিশটি আসন দিয়েছিল কিন্তু নির্বাচনে দেখা গেল ৩০টি আসন বিএনপিই পেয়েছে। তারা যেটা আওয়ামী লীগকে দিতে চেয়েছিল আল্লাহর হুকুম সেই ৩০টা তাদের ভাগ্যেই জুটেছে। এবার যে কি হবে জানি না, এবার আরও বেপরোয়া।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় বিএনপি ক্ষুধার্ত হয়ে পড়েছে। তাঁরা এখন ক্ষমতার জন্য পাগল ও বেপরোয়া হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় গেলে আরেকটা হাওয়া ভবন করবে। গণতন্ত্র, উন্নয়ন, মুক্তিযুদ্ধ এবং দেশও গিলে খাবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন বেসামাল হয়ে নালিশ করতে বিদেশিদের কাছে গেছে। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। ইউরোপ-আমেরিকা এসেছে। বিএনপি ভেবেছে নিষেধাজ্ঞা দিয়ে এই সরকারকে বিদায় দেবে। পাইলেন কি ঘোড়ার ডিম। ইউরোপ-আমেরিকা কি দিল। এখন বিএনপি নেতাদের মুখ শুকিয়ে গেছে। নেতারা মুখে বলে না, পত্রিকায় গালিগালাজ করে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বুঝতে পেরেছে ভোট দিলে এখন আওয়ামী লীগই জিতবে। বাংলাদেশের ৭০ পার্সেন্ট লোক শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। আমি যা বললাম বাস্তবে সেটা দিনক্ষণ লিখে রাখুন। কিছুতো দেখেন না। উন্নয়ন দেখেন না। নিজেরাতো কিছু করতে পারেন না। শেখ হাসিনা করেছে পদ্মা সেতু, মেট্রোরেল। দেখলে বিএনপি নেতাদের বুকের জ্বালা বাড়ে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২৭ জুলাই ঢাকাতে বিএনপির মহাসমাবেশ এ নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। আমাদের আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, জুলাইয়ের বাকি ক’দিন ও অক্টোবর মাস নির্বাচনের সিডিউল ঘোষণা পর্যন্ত আমাদের কর্মসূচি জাতীয় উন্নয়ন শোভাযাত্রা।’

আরও পড়ুন: সরকারের নতুন ডিজিটাল অস্ত্র ইন্টারনেট শাটডাউন: ফখরুল

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন


আরও খবর