রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয় পার্টি

নিরপেক্ষ নির্বাচনের কথা বলার মুখ নেই সরকারের: জি এম কাদের


জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৩ জুলাই, ২০২৩ ৬:২২ : অপরাহ্ণ

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের পর নিরপেক্ষ নির্বাচনের কথা বলার মুখ সরকারের নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

তিনি বলেন, সরকার বলছে ১১ শতাংশ ভোট পড়েছে, কিন্তু সাধারণ মানুষের ধারণা, ৫ ভাগ ভোটও সাধারণ মানুষ দেয়নি। ভোট যা পড়েছে তার প্রায় সবই তারা নিজেরা দিয়েছে। জনগণ এই ভোটের ওপর আস্থা রাখেনি। তাই তারা ভোটেও অংশ নেয়নি।

আজ রোববার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকার অভিজাত এলাকা গুলশান-বনানী ও ক্যান্টনমেন্ট এলাকার একাংশ নিয়ে গঠিত এ আসনের উপনির্বাচন নানা কারণে আলোচিত হয়েছে।

আসনটিতে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

এই উপনির্বাচনে ভোটের হার কম থাকায় সমালোচনার মুখে পড়েছে সরকার। এ ছাড়া ভোটকেন্দ্রে হিরো আলমকে মারধরের ঘটনায় আন্তর্জাতিক মহলও নিন্দা জানিয়েছে।

আরও পড়ুন: পুলিশের সামনেই হিরো আলমকে পেটায় নৌকার ব্যাজধারীরা

এ প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘নির্লজ্জভাবে এক প্রার্থীকে মেরে, এজেন্টদের বের করে দিয়ে নির্বাচনকে কলুষিত করা হয়েছে। সারা বিশ্বের কাছে প্রমাণ হয়েছে, বর্তমান সরকারের অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন কেমন হবে।’

আরও পড়ুন: হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারছে না আ.লীগ: ফখরুল

আওয়ামী লীগ জাতীয় পার্টিকে দুর্বল করেছে-এমন অভিযোগ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে সমর্থন দিয়েছিল জাতীয় পার্টি। তার পর থেকে আওয়ামী লীগ সব সময় জাতীয় পার্টিতে বিভক্তি সৃষ্টি করে রেখেছে। ২০১৪ সালের পর থেকে জাতীয় পার্টির মধ্যে একটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছে। জাতীয় পার্টির স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত করেছে আওয়ামী লীগ। এ কারণে, জাতীয় পার্টি অনেকটা দুর্বল হয়েছে। আমরা এই অবস্থা থেকে বের হতে চাই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু।

আরও পড়ুন: হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর