রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক, কী কথা হলো?


আজ ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২০ জুলাই, ২০২৩ ২:৩১ : অপরাহ্ণ

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর সেতু ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ওবায়দুল কাদের।

ব্রিটিশ হাইকমিশনার গত কয়েক দিনের রাজনৈতিক সহিংসতার ব্যাপারে জানতে চেয়েছেন বলে তিনি। এছাড়া আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা তাও জানতে চেয়েছেন কুক।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে মিটিংয়ে গত কয়েক দিনের রাজনৈতিক সহিংসতার ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তার বক্তব্য জানতে চাওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনার আবার অংগ্রহণমূলক কথাটা যুক্ত করেছেন। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা তা জানতে চেয়েছেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকানদের আমরা যা বলেছি, আজ ব্রিটিশ হাইকমিশনারকেও ঠিক তাই বলেছি। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই এ দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সরকার রুটিন দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন স্বাধীন ভূমিকা পালন করবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ক্ষমতাসীন দল। দেশটা শান্তিতে চলবে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে এটাই আমাদের চাওয়া। দেশে অশান্তি হলে ক্ষতি আমাদের, নির্বাচনের ক্ষতি। আমরা কেন অশান্তি ডেকে আনবো? আমি গত কয়েকটি মিটিংয়ে নেতাকর্মীদের মাথা গরম না করার জন্য নির্দেশনা দিয়েছি।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘যেসব রাজনৈতিক দুর্বৃত্ত অশান্তি সৃষ্টি করে, তাদের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁজখবর নিতে বলা হয়েছে। তিনি এ ব্যাপারে যথেষ্ট তৎপর আছেন।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর