বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা নির্বাচন

ঢাকা-১৭ আসনে উপনির্বাচন

নৌকার আরাফাতই জয়ী, ভোট দেয়নি ৮৯ শতাংশ মানুষ


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ জুলাই, ২০২৩ ৯:২১ : অপরাহ্ণ
মোহাম্মদ এ আরাফাত
Rajnitisangbad Facebook Page

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।

তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

নির্বাচনে মোট ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। তার মানে ভোট দেয়নি ৮৮ দশমিক ৪৯ শতাংশ ভোটার।

আজ সোমবার সন্ধ্যায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ঢাকা-১৭ আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান।

আরও পড়ুন: ভোটকেন্দ্রে হিরো আলমকে মারধর

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭১ হাজার ৬২৫ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

১২৪টি ভোটকেন্দ্রে মোট ভোট পড়েছে ৩৭ হাজার ৪২০টি। ৩৮৩ ভোট বাতিল হয়েছে।

এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে লাঙল প্রতীক প্রার্থী সিকদার আনিসুর রহমান ১ হাজার ৩২৮ ভোট, গোলাপ ফুল প্রতীক প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান ৯২৩ ভোট, ছড়ি প্রতীক প্রার্থী মো. আকতার হোসেন ৬৪ ভোট, ট্রাক প্রতীক মো. তারেকুল ইসলাম ভূঞা ৫২ ভোট, ডাব প্রতীক প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট, এবং সোনালী আঁশ প্রতীক প্রার্থী শেখ হাবিবুর রহমান ২০২ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান ফলাফল ঘোষণার সময় বলেন, ‘পুলিশ, সহকারী প্রিসাইডিং, প্রিসাইডিং অফিসাররা অনেক সহযোগিতা করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিজিবি, র‍্যাবসহ বিভিন্ন বাহিনীসহ ম্যাজিস্ট্রেটরা রয়েছেন। তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন। সর্বোপরি সুষ্ঠু নির্বাচন হয়েছে। তাই আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর