সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র


পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৩ জুলাই, ২০২৩ ৪:০৯ : অপরাহ্ণ

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং দেশটির দক্ষিণ ও মধ্য-এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তারা বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়া ও ডোনাল্ড লুর যে আলোচনা হলো

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর টুইট করেন উজরা জেয়া।

এতে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের জনগণের একটি সমৃদ্ধ গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র।

পরে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন তারা।

গত ১১ জুলাই উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলটি তিন দিনের সফরে ঢাকায় আসেন। আগামীকাল শুক্রবার সকালে মার্কিন প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে অন্যদের আপত্তি কেন, প্রশ্ন মার্কিন মুখপাত্রের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর