শনিবার, ১১ মে, ২০২৪ | ২৮ বৈশাখ, ১৪৩১ | ২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন উজরা জেয়া-ডোনাল্ড লু


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ জুলাই, ২০২৩ ১০:৫৬ : পূর্বাহ্ণ
আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এশিয়া দপ্তরের উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর ও ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে আসন্ন জাতীয় নির্বাচন মানবাধিকার, শরণার্থী পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হওয়ার কথা ছিল।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষতের পর ঢাকায় আজ দিনভর ব্যস্ত সময় পার করবেন মার্কিন প্রতিনিধিদলটি।

মার্কিন প্রতিনিধিদলটি আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক হওয়ারও কথা রয়েছে।

গত ১১ জুলাই উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলটি তিন দিনের সফরে ঢাকায় আসেন। আগামীকাল শুক্রবার সকালে মার্কিন প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে অন্যদের আপত্তি কেন, প্রশ্ন মার্কিন মুখপাত্রের

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর