রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ৩০ জুন ২০২৩, ৩:১৯ অপরাহ্ণ
২০ দলীয় জোটের শরীক জামায়াতে ইসলামীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর যোগাযোগ এখন স্পষ্ট হয়েছে।’
আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
যুগপৎ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হওয়ার ইঙ্গিত দিয়েমির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা জানানো হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘ দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। শুধু আমরা না সব রাজনৈতিক দল এবং গোটা বিশ্ব বলছে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে এখানে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন হবে। তাই সুষ্ঠু নির্বাচন করতে নিরপেক্ষ সরকার দরকার। এই সব অধিকার আদায়ে কাজ করছে বিএনপি। সে কারণে আন্দোলন চলছে। জনগণের সম্পৃক্ততা বাড়ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘১৯৭০-৭১ সালে যেমন গোটা পৃথিবী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করেছিল, ঠিক একই রকমভাবে বর্তমানে বাংলাদেশের জনগণ তাদের মৌলিক অধিকারের জন্য যে আন্দোলন করছে, এ আন্দোলন তীব্র হচ্ছে এবং গোটা পৃথিবী এ আন্দোলনকে সমর্থন করছে।’
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘সহিংসতা করে সরকারি দলের লোকেরা দোষ চাপায় বিএনপির ওপর। গত দুই বছরে প্রমাণ হয়েছে বিএনপি জনগণের দল। বিএনপি নিজেদের জন্য নয়, জনগণের মৌলিক অধিকারের জন্যই আন্দোলন করছে। জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া সাংবাদিকদের লেখার স্বাধীনতা, জবাবদিহিতা নিশ্চিত করা জন্য বিএনপি আন্দোলন করছে।’
এ সময় জেলা বিএনপির সভাপতি মো. তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।