বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ উৎসব করতে পারছে না: ফখরুল


মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৯ জুন, ২০২৩ ১১:২৮ : পূর্বাহ্ণ

এবারের ঈদ দেশের জনগণের জন্য কোন আনন্দের বার্তা নিয়ে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এই দিন নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তরা উৎসব করতে পারছে না।

আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাস ভাবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ায় এবারের ঈদ জনগণের জন্য কোন আনন্দের বার্তা নিয়ে আসেনি। যে কারণে গত এক বছর ধরে বিএনপি দ্রব্যমূলের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, সরকারের স্বচ্ছতার অভাব ও জবাবদিহিতার অভাবের কারণেই সরকার ব্যর্থ হয়েছে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে, দ্রব্যমূলকে নিয়ন্ত্রণ করতে, মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে। যে কারণেই দেশের অর্থনীতি একটা বিপর্যয়ের দিকে চলে গেছে।

দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই দুরবস্থা থেকে নিজেদের মুক্ত করবার জন্যই আন্দোলন সংগ্রামের যোগ জনগণ দেবেন এবং সরকারকে বাধ্য করবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার জন্য।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর