রাজনীতি সংবাদ প্রতিনিধি, সিলেট প্রকাশের সময় :২৮ জুন, ২০২৩ ১১:১৪ : অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমেরিকা চাচ্ছে আমরা যেনো তাদের দিকে নুইয়ে পড়ি। তারা আমাদের সঙ্গে আরও ঘনিষ্টতা বাড়াতে চাচ্ছে।’
আজ বুধবার বিকেলে সিলেটে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নতজানু পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করে না বলেই বর্হিবিশ্ব থেকে নানা চাপ আসছে। নির্বাচনসহ নানান ইস্যুতে আমেরিকাসহ যারা কথা বলছে, তারা বাংলাদেশকে তাদের লেজুড় হিসেবে চায়। কিন্তু কারও লেজুড় নয়, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি রক্ষা করে বাংলাদেশ।’
আব্দুল মোমেন বলেন, ‘চীন, ভারত, আমেরিকা সবার সঙ্গেই বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। এসব দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আরও উন্নতি চায়। কিছু সংস্থা ভুলভাল তথ্য প্রচার করে বিদেশিদের বিভ্রান্ত করছে। তারা খোঁজ নিলেই সত্যটা জানতে পারবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে, আমাদের গোপন কিছু নেই। সবই ফ্রি অ্যান্ড ফেয়ার। আমাদের আগামী নির্বাচন হবে একটি মডেল নির্বাচন।’