শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

ঢাকা-১৭ আসনে উপনির্বাচন

একতারা প্রতীক পেলেন হিরো আলম


হিরো আলম

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৬ জুন, ২০২৩ ১:৪১ : অপরাহ্ণ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রার্থীরা। আসনটিতে একমাত্র স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার হিরো আলম একতারা প্রতীক পেয়েছেন।

আজ সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক বরাদ্দ পেয়ে হিরো আলম বলেন, ‘আমি একতারা প্রতীক বরাদ্দ চেয়েছিলাম, এ প্রতীকই বরাদ্দ পেয়েছি। আমার আর কোনো অভিযোগ নেই। এখন সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা।’

এছাড়াও এই আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টি সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট’র মো. আকতার হোসেন (ছড়ি), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল) ও তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ)।

আগামী ১৭ জুলাই ব্যালট পেপারের মাধ্যমে এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর