রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ জুন, ২০২৩ ৩:১১ : অপরাহ্ণ
বিএনপির নির্বাচন প্রতিহতের ঘোষণার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসা নীতির লক্ষ্যে হচ্ছে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আর বিএনপি বলছে, দেশে নির্বাচন করতে দেবে না তারা। এ কথা বলার পরও মার্কিন ভিসা নীতি কেন এখানে নেই?’
আজ শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
কারও ভিসা নীতিতে সরকারের কিছু যায় আসে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ভিসা নীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি। অপেক্ষায় থাকুন।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন করতে দেবে না-এ ব্যাপারে মার্কিন ভিসা নীতি কী কাজ করে এটা আমরা দেখবো। এ নীতি এখানে অন্ধ হয়ে থাকবে নাকি বধির হয়ে থাকবে? নাকি বাস্তব কোনো পদক্ষেপ নেবে।’
‘সরকার থাকতে পারবে না, বিদায় নিতে হবে’-বিএনপির এমন কথা ১৪ বছর ধরে শুনে আসছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এই ১৪ বছরে তাদের নেত্রীর (খালেদা জিয়া) মুক্তির জন্য দৃশ্যমান কোনো আন্দোলন তারা করতে পারেনি। আর তারা সরকারের বিদায় করবে আন্দোলন করে?’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিদেশে পলাতক কোন নেতার রিমোট কন্ট্রোলের আহ্বানে জনগণের সম্পৃক্ততায় আন্দোলন হওয়ার সম্ভাবনা নেই। অনেক চেষ্টা করেছে। কিন্তু করতে পারেনি।’