রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

ফয়জুল করিমের ওপর হামলা প্রশ্নে সিইসি বললেন, উনি কি ইন্তেকাল করেছেন


আজ বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১২ জুন, ২০২৩ ৫:৩১ : অপরাহ্ণ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘রক্তাক্ত…এখন সব কিছু তো আপেক্ষিক। উনি কি ইন্তেকাল করেছেন? আমরা যেটা দেখেছি, ওনার কিন্তু রক্তক্ষরণ দেখিনি। যতটা শুনেছি ওনাকে পেছন থেকে কেউ ঘুষি মেরেছে।’

আজ সোমবার খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

একটি দলের মেয়র প্রার্থীকে মেরে রক্তাক্ত করা হয়েছে, তাহলে নির্বাচন শান্তিপূর্ণ বলা যায় কি-না, এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ওনার বক্তব্যও শুনেছি। উনি বলেছেন যে ভোট বাধাগ্রস্ত হচ্ছে না। আমাকে আক্রমণ করা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে খবর নেয়ার চেষ্টা করেছি যে, ভোট কার্যক্রম ওই কারণে বাধাগ্রস্ত হয়েছে কি-না। আমরা যে খবর পেয়েছি, ভোট কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি এবং ওনাকে যে আহত করা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা সবার সঙ্গে যোগাযোগ করেছি। পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা এবং যে দায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।’

আরও পড়ুন: বরিশালে মুফতি ফয়জুল করীমের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে তাৎক্ষণিক কথা হয়েছে, ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা সুস্পষ্ট তথ্য না পাওয়া পর্যন্ত আপনাদের কোনো তথ্য দিতে পারব না। ব্যবস্থা অবশ্যই নেয়া হবে।’

ভোটার উপস্থিতি নিয়ে জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘খুলনা সিটি নির্বাচনে এ পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, তাতে ৪২-৪৫ শতাংশের মত ভোটার উপস্থিতির সম্ভাবনা। যদিও এটা চূড়ান্ত নয়। সঠিক তথ্য এখন দিতে পারব না। বরিশালে প্রায় ৫০ ভাগ ভোট পড়ে থাকতে পারে।’

সিইসি বলেন, ‘সার্বিকভাবে নির্বাচনগুলো বেশ সুশৃঙ্খল এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এটা আমরা যেমন আপনাদের কাছে শুনি তেমনি ইলেকট্রনিকস মিডিয়ায় আমরা সার্বক্ষণিক প্রত্যক্ষ করেছিলাম, সেখানেও আমরা ইতিবাচক সংবাদ পেয়েছি। দু-চারটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। যা আশাব্যাঞ্জক।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর