মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা অর্থ-বাণিজ্য

লিটারে ১০ টাকা কমলো বোতলজাত সয়াবিন তেলের দাম



রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ১১ জুন ২০২৩, ১:৩১ অপরাহ্ণ

কুরবানির ঈদের আগে দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে কমেছে ১০ টাকা। অন্যদিকে এছাড়া খোলা তেল ৯ টাকা এবং পামওয়েলের দাম ২ টাকা কমানো হয়েছে।

আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

১০ টাকা কমে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা সয়াবিনের দাম হবে ১৬৭ টাকা। ২ টাকা কমে পামওয়েলের নতুন দাম হবে ১৩৩ টাকা এবং পামঅয়েল সুপার হচ্ছে ১৬৫ টাকা।

এই দাম আজ থেকে কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতির দিকে উল্লেখ করে তিনি বলেন, ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমতে পারে। আমরা হয়ত আরও ১৫ দিন পর বসে চেষ্টা করবো তেলের দাম আরও কমানো যায় কি না।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর