বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

জ্বালাও-পোড়াও করতে জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি: কাদের


ওবায়দুল কাদের

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১০ জুন, ২০২৩ ৭:৪০ : অপরাহ্ণ

নির্বাচনকে সামনে রেখে দেশে আবার জ্বালাও-পোড়াও এবং অগ্নিসন্ত্রাস চালানোর জন্য বিএনপি-জামায়াত জোট প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি, তারা নিজে নামেনি। এর মধ্যদিয়ে তারা আবারও আগুনসন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে।’

আজ শনিবার রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুন: ‘পুলিশের কিছু কর্মকর্তা জামায়াতের কর্মসূচি নিয়ে নাটক করে’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ভবিষ্যৎবাণী করছেন, আওয়ামী লীগ নাকি ১০ শতাংশ ভোটও পাবে না। ২০০৮ সালের নির্বাচনে তারা বলেছিলেন, আওয়ামী লীগ ৩০টি আসন পাবে না। সেই নির্বাচনে তারাই ৩০টি আসন পেয়েছেন।’

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন হলে আ.লীগ ১০ শতাংশ আসনও পাবে না: ফখরুল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা তো তাদের (বিএনপি) ডাকছি না। সাধিলে আবার খাইবো। তত্ত্বাবধায়ক মানলে, শেখ হাসিনা পদত্যাগ করলে, পার্লামেন্ট বিলুপ্ত করলে কার সঙ্গে বসবে? সরকার পদত্যাগ করলে কি বাতাসের সঙ্গে সংলাপ করবে? মির্জা ফখরুল অবান্তর কথা বলে যাচ্ছে। দেশে শান্তিপূর্ণ পরিবেশ চাইলে বিএনপির মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ ও সংসদের বিলুপ্তি- এ তিন ভূত নামাতে হবে।’

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এতোই যদি বুকে বল থাকে, নির্বাচনে আসেন। খেলা হবে, আসেন খেলার মাঠে। খেলার মাঠে না এসে ফাউল শুরু করেছেন, লাফালাফি বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ খেলার মতো খেলতে নামলে, আপনাদের পালানোর পথ থাকবে না।’

আরও পড়ুন: মানুষের অজান্তে দেশ শ্রীলঙ্কা হয়ে গেছে: জি এম কাদের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর