রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩১ মে, ২০২৩ ১০:১৬ : অপরাহ্ণ
নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বুধবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার চিনিশপুরে খায়রুল কবীর খোকনের বাসভবনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের পাশেই বাড়িটির অবস্থান। বাড়িটি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। ঘটনার সময় কেয়ারটেকার ছাড়া বাড়িতে কেউ ছিলেন না।
নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী জানান, তাদের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছে কেয়ারটেকারকে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, একটি মাইক্রোবাসে করে ১০-১২ জন দুর্বৃত্ত সদর উপজেলার চিনিশপুরে খোকনের বাসভবনের সামনে যায়। পরে তারা বাড়ির ভেতর বোমা বিস্ফোরণ ঘটায়। ভয়ে বাড়ির কেয়ারটেকার পালিয়ে যান। দুর্বৃত্তরা বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির ভেতরে আগুন দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন নেভানোর আগেই পুড়ে যায় কার্যালয়ের আসবাব। এ নিয়ে ওই বাড়িতে গেল চার মাসে অন্তত সাতবার হামলা হলো।
জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী বলেন, ‘আমরা সোয়া ৫টার দিকে আগুন লাগার খবর পাই। ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে দেখি বাড়ির প্রতিটি কক্ষে আগুন জ্বলছে। আমরা প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলি। এ ছাড়া আমরা বাড়িতে ঢোকার সময় দুটি ককটেল অবিস্ফোরিত পেয়েছি। তবে কীভাবে এ আগুন লাগল, তা এখন বলা যাচ্ছে না।’
নরসিংদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, ঘটনা পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এর সঙ্গে অন্য কোনো ঘটনার যোগসূত্র আছে।